ব্রাহ্মণপাড়ায় দোয়া মাহফিল
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরায় কববাসীর রুহের মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে টাটেরা মরহুম আবদুল হাকিম খানের বাড়িতে ২য় বারের মতো এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ব্লাস্ট কুমিল্লা ইউনিটির সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস। সভাপতিত্ব করেন সমাজ সেবক ডা. মো. সেলিম খান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা রাজবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, ব্রাহ্মণপাড়া কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোরশেদ আলীম ভূইয়া। পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান। সার্বিক দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. তানবীর খান, এএসএম আশরাফুল ইসলাম রাসেল।
এছাড়া আরও আলোচনা করেন মাওলানা আবদুল মুবিন আখন্দ, মাওলানা নূর মোহাম্মদ নূরী, হাফেজ মাওলানা জাকির হোসেন, হাফেজ মাওলানা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মাওলানা সৈয়দ মেহেদী হাসান আমেরী, হাফেজ শাকিল আহম্মেদ, মোহাম্মদ বিল্লাল হোসেন (পারভেজ) প্রমুখ।