Published : Friday, 3 December, 2021 at 12:00 AM, Update: 03.12.2021 1:12:05 AM

প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে দিনব্যাপি কুমিল্লা শহরস্থ মারকাজুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসায় মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সম্মানিত সভাপতি আল্লামা নূরুল হক।
প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাও: আব্দুল হক এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক হাফেজ ক্বারী মাও: আব্দুল কাদের, সংগঠনের সভাপতি হাফেজ মাও: আমিন উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাও: নুরুল হক, হাফেজ মাও: নাজির ফাহিম, হাফেজ মাও: ইজহারুল হক, হাফেজ মাও: আ: ছালাম আইয়ূবী, হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ মাও: রাসেদুল ইসলাম, হাফেজ ইব্রাহীম সাইফী, হাফেজ মাও: অলিউল্লাহ, হাফেজ মাও: ইকবাল হোসেন, হাফেজ মাও: মারগুব বিন ওবায়েদ, হাফেজ মাও: একেএম সালমান, হাফেজ মাও: ইসমাঈল বিন হুসাইন, হাফেজ মাও: আবুল কাসেম, হাফেজ নূর মোহাম্মদসহ প্রায় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে শেষ হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থাপনা করেন সংগঠনের সেক্রেটারি হাফেজ ক্বারী মো: হুমায়ূন কবির পাহাড়পুরী।