ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নটরডেম শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় কুমিল্লায় মানববন্ধন
Published : Friday, 3 December, 2021 at 12:00 AM
নটরডেম শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় কুমিল্লায় মানববন্ধনঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুতে ঘাতক চালকের ফাঁসি, দায়িত্বহীনদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও সড়ক নিরাপত্তার দাবি জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, এবং কুমিল্লার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় কুমিল্লা নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুনায়েদ রায়হান মিয়াজির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নিহত নাঈমের মামা কুমিল্লা সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  ফারুক আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন বাবুল,সিপিবি কুমিল্লা জেলা সদস্য বিকাশ দেব অশোক দেব জয়,ইমরান জুলকার নাইম। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দুর্বার আন্দোলন,  সাদী মোরশেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন মানুষ সড়কে জীবন দিচ্ছে। তার কোনো প্রতিকার নেই। উন্নয়নে দেশ জোয়ারে ভাসে কিন্তু মানুষের মৃত্যুর মিছিল সড়কে,বন্দরে,নগরে থামে না। আমরা মানুষের জীবনের নিরাপত্তা চাই এবং আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। সরকার যেন দ্রুত সে ব্যবস্থা করে। স্বাধীনতার ৫০ বছরে ও দেশের গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র সড়ক যা আজও  নিরাপদ হলো না।
আজকের এই মানববন্ধনে আমরা এই দাবি জানাতে চাই অনতিবিলম্বে  নটরডেম কলেজের ছাত্র নিহত নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি কার্যকর করা হোক।
মানববন্ধনে নিহত নাঈমের মামা ফারুক আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি চাই এই ১৭ কোটি মানুষের কারো বুকে যেন সন্তান হারানোর বেদনা সৃষ্টি না হয়। কোনো মায়ের বুক যেন খালি না হয়। সরকার যনে সড়করে উন্নয়নে সে ব্যবস্থা কর।ে
 তনিি আর ও বলনে, নটরডেম কলেজের শিক্ষকরা নাঈম হাসানকে নিয়ে গর্ব করতেন সে একদিন এই সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করবে কন্তিু সে নাঈম আমার প্রিয় ভাগ্নেকে অব্যবস্থাপনার কারণে হত্যা করা হয়েছে।
তিনি  জোর দাবি জানিয়ে আরও বলেন, আমরা চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস যাতে শহিদ নাইম হাসানের নামে ফুটওভার ব্রিজ স্থাপন করেন।