ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সংরাইশে ব্যাগ ভর্তি অস্ত্র ও বোমা ফেলে যায় জিসান ও ইমরান তদন্তে নাম আসায়
জোড়া খুনের ঘটনায় আরেক যুবক গ্রেফতার
Published : Friday, 3 December, 2021 at 12:00 AM, Update: 03.12.2021 1:11:32 AM
জোড়া খুনের ঘটনায় আরেক যুবক গ্রেফতারকুমিল্লা সিটির ১৭নং ওয়ার্ডে নিজ কার্যালয়ে কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যা পর সন্ত্রাসীরা ব্যাগ ভর্তি কিছু অস্ত্র ও বোমা সংরাইশ এলাকার রহিম ডাক্তারের গলিতে  তাজিহা লজ নামের একটি বাসায় ফেলে যায়। ঘটনার পর সেই ব্যাগভর্তি অস্ত্র ও বোমা বহন করে মামলার ৮ নম্বর আসামি জিসান মিয়া ও তার মামাতো ভাই ইমরান খন্দকার। তদন্তে নাম আসায় বুধবার রাতে কুমিল্লা শহরের আলেখারচর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান খন্দকার (২০) সুজানগর এলাকার আবুল বাশারের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানায় যে- ঘটনার দিন বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় তার মামাতো ভাই জিসান ( এজাহার নামীয় ০৮ নং আসামি) তাকে ফোন করে তাদের বাসার দিকে যেতে বলে। সেখানে যাওয়ার পর ইমরান ১.শাহ আলম, ২.সাব্বির  ৩. জেল সোহেল ৪. সাজেন ৫.মাসুমসহ অজ্ঞাতনামা আরো দুই তিনজন লোক দেখতে পায়। তারা তিনটি কালো ব্যাগে অস্ত্রগুলি এবং হাত বোমা ভর্তি করছিলো। ইমরান এবং জিসান তাদেরকে ব্যাগ ভর্তি করতে সহযোগিতা করে। তারপর ব্যাগ তিনটি ইমরান এবং জিসানকে দিয়ে তারা পালিয়ে যায়। ইমরান এবং জিসান অস্ত্র গুলি বোমা ভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামক বাসার ভিতরে ফেলে দিয়ে চলে যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, হত্যা তদন্তে নাম আসায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার নামীয় বাকি আসামি ও হত্যা তদন্তে যাদের নাম উঠে আসে তাদেরকেই গ্রেপ্তার করা হয়।