মুরাদনগরে মাদরাসা সুপার মাওলানা রহিমের ইন্তেকাল
Published : Friday, 3 December, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার
মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার ও উপজেলা
মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম (৫৫) বুধবার
সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সমিতির প্রচার সম্পাদক ও কুড়াখাল দাখিল মাদরাসার সুপার মাওলানা আ.ন.ম জসিম
উদ্দিন ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা আবদুর রহিম
দেবিদ্বার উপজেলার মির্জানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি
স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজণ রেখে গেছেন। তার
এই আকস্মিক মৃত্যুতে এলাকায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে শোকের
ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মির্জানগর
গ্রামের বড় মসজিদ মাঠে মাদক বিরোধী সভায় বক্তব্য রাখার পর হঠাৎ অসুস্থ হয়ে
পড়লে তাৎক্ষনিক দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বাদ যোহর জানাজা শেষে
তাঁকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
মাওলানা আবদুর রহিমের
মৃত্যুতে মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার,
উপজেলা একাডেমিক সুপার কোহিনুর বেগম, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি
মাওলানা তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম,
সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আহমেদসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ করেছেন ও
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।