অছাত্র-বিবাহিতদের প্রাধান্য মনোহরগঞ্জে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে নানা বিতর্ক
Published : Friday, 3 December, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক।
কুমিল্লার
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হয়ে
পড়েছে উপজেলা বিএনপি। অছাত্র ও বিবাহিতদের প্রাধান্য দিয়ে নতুন কমিটি গঠনের
চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নেই। গত ৩ বছর আগে আজিম-কালাম
গ্রুপিং শুরু হওয়ার পর কুমিল্লা জেলা ছাত্রদল নেতৃবৃন্দ পাঁচ সদস্যের কমিটি
ঘোষণা করেন। ওই কমিটি ঘোষনার পরপরই যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক
পদত্যাগ করেন। এরপর ৩ সদস্যের কমিটি ৩ বছর অতিবাহিত করেন। সাংগঠনিক
ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর কুমিল্লা জেলা কমিটি তার অধিনস্থ সকল উপজেলা ও
ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়। আর এই কমিটি
গঠনকে কেন্দ্র করে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ভেতর শুরু হয় টানাপোড়ন। বিশেষ
করে বিএনপির চলমান সাবেক সংসদ সদস্য এম আনোয়ারুল আজিম ও কেন্দ্রীয় বিএনপির
শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম) অনুসারীদের গ্রুপিংয়ের প্রভাব
ছাত্রদলেও দেখা দেয়। উপজেলা কমিটিতে স্থান পেতে আজিম-কালাম পন্থিরা
দু’ধারায় বিভক্ত হয়ে পড়ে। এমনকি ছাত্রদলের কমিটি নিয়ে কালাম গ্রুপের মধ্যে
উপগ্রুপের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি কালাম সমর্থিত
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন তার অনুসারী শাহীন কবির সোহেল এর
নাম আহবায়ক হিসেবে প্রস্তাবনায় এনেছেন। অভিযোগ রয়েছে সোহেল বিবাহিত।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, অভিযোগ যদি সত্য প্রমানিত হয় তাহলে গঠনতন্ত্র
অনুসারে সোহেল ছাত্রদলে নেতৃত্বের সক্ষমতা হারাবেন।
স্থানীয় সূত্রে জানা
যায়, সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি সহ
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হাসনাবাদ ইউপির আহবায়ক আব্দুল মুনাফ লিখিত
অভিযোগ করেছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান বরাবর। এতে উল্লেখ করা
হয়, মনোহরগঞ্জে যাকে ছাত্রদলের আহবায়ক করার জন্য নাম দেয়া হয়েছে সে
বিবাহিত। অভিযোগের সাথে প্রমাণও জমা দেয়া হয়েছে বিভাগীয় টীমসহ কেন্দ্রীয়
ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দের কাছে।
উপজেলা ছাত্রদলের
সাবেক কমিটির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হিরা
জানান, ‘আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে প্রস্তাবিত আহবায়ক শাহীন কবির
সোহেল বিবাহিত, আর বিবাহিত লোক দিয়ে কমিটি গঠন ছাত্রদলের গঠনতন্ত্র
পরিপন্থি। তাই আমরা লিখিত অভিযোগ করেছি যাতে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলে
একটি স্বচ্ছ ও সর্বজন স্বীকৃত কমিটি আসে।