কুমিল্লার ৫ শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী বিতরণ
Published : Friday, 3 December, 2021 at 12:00 AM
বাংলাদেশ
স্কাউটস-এর মাধ্যমে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের অধীনস্থ কুমিল্লা
জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে ডেটল-হারপিক।
সম্প্রতি জেলার সার্কিট হাউজ মিলনায়তনে এই সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা
হয়।
বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান
প্রায় দেড় বছর বন্ধ ছিল। এ সময় প্রায় সবরকম পাঠদান অনলাইনে সম্পন্ন হয়েছে।
বর্তমানে সংক্রমণের হার তুলনামূলক কমে আসায় সরকার সম্প্রতি শিক্ষা
প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করেছে। তারই ধারাবাহিকতায়, সর্বত্র
সঠিকভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এই উদ্যোগে কাজ করছে
ডেটল-হারপিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা
অঞ্চলের কমিশনার রাশেদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর
আবদুস ছালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা
অঞ্চলের সম্পাদক আব্দুল আওয়াল ভূঁইয়া; বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের
আঞ্চলিক পরিচালক আহমেদ কাজী আসিফুল হক; রেকিট বাংলাদেশ-এর প্রতিনিধি ফারহান
মোর্শেদ খানসহ স্কাউট ইউনিটের অন্যান্য স্কাউট ও স্কাউটারবৃন্দ।
অনুষ্ঠানের
প্রধান অতিথি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, “আমরা লক্ষ্য করছি যে করোনাকালে
বাংলাদেশ স্কাউটস-এর কাজের প্রাসঙ্গিকতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান
সময়ের জন্য স্কাউটস-এর আদর্শ যথেষ্ট উপযোগী এবং সামগ্রিক অবস্থায়
লক্ষ্যণীয় পরিবর্তন আনতে সক্ষম।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যসুরক্ষা
নিশ্চিতের কাজে ডেটল-হারপিক-এর অবদান অনস্বীকার্য। তাই তাদের আমি আন্তরিক
ধন্যবাদ জানাই।”
সভাপতি বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার
রাশেদা আক্তার বলেন, “দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ স্কাউটস সদা সচেষ্ট।
তবে এই মুহূর্তে সমাজকল্যাণের যে সুযোগ আমরা পেয়েছি তা অন্যান্য সময়ের
তুলনায় অনেক ভিন্ন। সামাজিক কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগে রেকিট
বাংলাদেশ-কে আমরা সর্বদা পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও রেকিটের সহযোগিতায়
অসংখ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আমি আশাবাদী।”
রেকিট
বাংলাদেশ-এর প্রতিনিধি ফারহান মোর্শেদ খান বলেন, “দীর্ঘ দেড় বছর বিরতির পর
শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরলেও করোনার প্রভাব এখনও সম্পূর্ণরূপে কাটেনি।
তাই চলমান পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা
নিশ্চিত করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। ব্র্যাক ও স্কাউটসের মাধ্যমে দেশের দুই
শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা হাইজেন পণ্য বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায়
এবার কুমিল্লা জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী বিতরণ করা
হয়েছে।”