
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২১ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, থানা অফিসার ইনচার্জ(ওসি) অপ্পেলা রাজু নাহা, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন। উপস্থিত ছিলেন পিআইও এণামুল হক,আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমানসহ বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় এবছর উপজেলার ১৮ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হওয়া দূর্গাপূজা ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
দূর্গাপূজা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে বলেও সভায় জানানো হয়।