
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ) এর আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ( strenghthened and informative migration system-sims) এর আওতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চান্দলা ইউপি সদস্য কনু মিয়া মেম্বারের সভাপতিত্বে ও ওকাপের ব্রাহ্মণপাড়ার সুপার ভাইজার মোঃ আজিজুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি সচিব সুলতান আহম্মেদ, ব্যুারো ব্রাঞ্চ ম্যানেজার আসাদুল ইসলাম, ইউপি সদস্য যথাক্রমে জাকির খান,নজরুল ইসলাম, মোঃ আল-আমিন, মোসাঃ জাহানারা বেগম, মনির হোসেন, জুলফিকার আহাম্মেদ, রমিজ উদ্দিন খান, চান্দলা কেবি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চান্দলা ডিজিটাল সেন্টারের উদ্দ্যেক্তা গোলাম ছারোয়ার ভূইয়া, ওকাপের সিএম মোসাঃ মাকসুদা আক্তার। এসময় প্রকল্প অবহিতকরণ বিষয়ে উপস্থিত সকলের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওকাপের সুপার ভাইজার মোঃ আজিজুল হক। সভায় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।