
বেসরকারী সংগঠন অভিবাসী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)’র প্রকল্প’র অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই প্রকল্প অবহিতকরন সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের প্রবাসীদের নানা সমস্যা এবং সেইসব সমস্যা সমাধানে অভিবাসী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)’র নানা সহয়তামুলক পোগ্রামের বিষদ বিবরন তুলে ধরা হয়। এ সময় বিদেশগামী এবং বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থরা কিভাবে সরকারী সহায়তা পেতে পারেন, বিদেশে মৃত্যুবরণ করলে লাশ দ্রুত দেশে আনতে সহয়তা এবং ক্ষতিপুরন পাওয়ায় সহায়তা করার বিষয়গুলিও পরিস্কার করে বুঝানো হয়।
ওই কর্মসূচরি আওতায় দেবীদ্বার উপজেলার গুনাইঘর (উঃ), জাফরগঞ্জ, এলাহাবাদ, বরকামতা, বড়শালঘর সহ মোট ৫টি ইউনিয়নে অভিবাসীদের সহায়তা ও সচেতনতার লক্ষ্যে (ওকাপ)’র প্রকল্প অবহিতকরন পোগ্রামের আজকের প্রথম সভায় সভাপত্বি করেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ জিয়াউর রহমান,অভিবাসী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)’র ফাইন্যান্সিয়াল লিটারেসি’র প্রজেক্ট অফিসার রথিন্দ্র কোচ, দেবীদ্বার উপজেলা সুপার ভাইজর নিলীমা পারভীন, কমিউনিটি মবিলাইজার মোঃ গিয়াস উদ্দিন, স্থানীয় ইউপি পুরুষ-মহিলা সদস্য, ইমাম, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।