Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM, Update: 07.10.2021 1:13:41 AM

নিজস্ব
প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন সদর
দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর)
সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ
সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ সদস্যের এ
আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল্লা আল মামুন অপু সভাপতি, মো: তুহিন
হোসেন সাধারণ সম্পাদক ও মাধব চন্দ্র বৈষ্ণবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
করা হয়। কমিটির বাকী সদস্যদের নাম শীঘ্রই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে
জানানো হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ‘দীর্ঘ সময়
সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম স্থবিরতা ও
বিশৃঙ্খলা দেখা দেয়। উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার কারণে পুরো
উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। তারা
আরো বলেন,কয়েকদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ছাত্রলীগের নতুন
কমিটির কার্যক্রমের মাধ্যমে দলের অবস্থান আরো সুদৃঢ় এবং শক্ত অবস্থান তৈরি
হবে বলেও তারা জানান।
এদিকে কমিটি ঘোষণার খবরে স্বস্থি ফিরেছে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের মাঝে।
দীর্ঘদিন
পর নতুন কমিটি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা
জানায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।