ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬০৮ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান
জেলায় সহকারি শিক্ষকের পদ খালি ৭৫৮টি
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM, Update: 06.10.2021 3:42:42 AM
কুমিল্লায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬০৮ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানতানভীর দিপু:
প্রধান শিক্ষক ছাড়া চলছে কুমিল্লা জেলার ৬০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারি শিক্ষকের পদ খালি ৭৫৮টি। সহকারি শিক্ষকদেরই ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। অন্যদিকে সহকারি শিক্ষকের শূন্য পদের জন্য অতিরিক্ত ক্লাশসহ প্রাশাসনিক কাজকর্ম করতে হচ্ছে দায়িত্বররত শিক্ষকদের। এতে একজন শিক্ষকের উপর নির্ধারিত কাজের বাইরে যেমন অতিরিক্ত কাজের চাপ পরছে, তেমনি মান সম্মত পাঠদান ব্যাহত হচ্ছে ভুক্তভোগী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। শুধু গ্রামের স্কুলে নয় নগরীর নামকরা স্কুলগুলোতেও রয়েছে এই সমস্যা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান জানান, ‘পাবলিক সার্ভিস বলছে আমরা দিবো, মন্ত্রণালয় বলছে আমরা দেবো। অন্যদিকে আটকে আছে ৬৫ শতাংশ পদোন্নতি। এসমস্যা সারা দেশেরই। আশা করছি অচিরেই সমস্যার সমাধান করবে শিক্ষা বিভাগ।’
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি ফয়জুন্নেছা সীমা বলেন, প্রধান শিক্ষক ছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকহীন। আমরা চাই দ্রুত শূণ্য পদে প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক নিয়োগ করা হোক। পদ শূণ্য থাকায় প্রধান শিক্ষকের কাজ অন্য আরেক জন শিক্ষককে বাড়তি দায়িত্ব নিয়ে করতে হচ্ছে। বিভিন্ন প্রশাসনিক কাজ, শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ, সভা-সেমিনারে অংশ নেয়াসহ নানান গুরুত্বপূর্ন কাজের জন্য অনেক সময়ই ক্লাশ ছেড়ে যেতে হয়। এভাবে কোন রকম চালিয়ে নেয়া গেলেও প্রভাব পরছে শ্রেণী কক্ষে। শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা চালু রাখতে শিক্ষক সংকট পূরনের বিকল্প নেই।  
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ১৭টি উপজেলার মধ্যে আদর্শ সদর উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, লাকসাম উপজেলায় প্রধান শিক্ষক নেই ১৪ প্রতিষ্ঠানে, দেবিদ্বারে ৩৮টি প্রতিষ্ঠানে, মুরাদনগরে ৪৩টি, দাউদকান্দিতে ৮৫টি, চৌদ্দগ্রামে ৩৮টি, বি-পাড়ায় ১৫টি, বরুড়া উপজেলায় ১৪টি, বুড়িচং উপজেলায় ৪৬টি, চান্দিনা উপজেলায় ৫১টি, হোমনা উপজেলায় ৪৯টি, নাঙ্গলকোট উপজেলায় ৪৫টি, মেঘনা উপজেলায় ৪০টি, মনোহরগঞ্জ উপজেলায় ৫৩টি, তিতাস উপজেলায় ২৫টি, সদর দক্ষিন উজেলায় ১২টি ও লালমাই উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। তাছড়া ১৭ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫৮ জন সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি ফয়জুন্নেছা সীমা আরো জানান, করোনা মহামারির কারনে দীর্ঘ ১৮ মাস বদলি বন্ধ রয়েছে, প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয় হাতে কলমে বদলীর পরিবর্তে অনলাইনের আবেদনে বদলির প্রদ্ধতি চালু করেছে। বদলী ও নতুন নিয়োগ হলে শূন্য পদগুলো পূরন হবে জানা গেছে।
কুমিল্লা জেলায় ২ হাজার ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৮৩২ জন শিক্ষক। এর মধ্যে ৬৮ শতাংশই নারী শিক্ষক। শিক্ষক সংকটে থাকা ভুগতে থাকা বিদ্যালয়গুলো যখন কোন শিক্ষক ছুটিতে থাকেন দায়িত্বরতদের অবস্থা আরো অবনতি হয়। এক জন শিক্ষককেই একটানা ৪/৫টি ক্লাশ নিতে হয় নতুবা বন্ধ থাকে পাঠদান। শিক্ষক সংকটে ভুগতে থাকা বেশির ভাগই প্রাথমিক বিদ্যালয়ই গ্রামাঞ্চলে।  
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান বলেন, করোনা মহামারির কারনে আমাদের নতুন নিয়োগ, পদোন্নতি ও বদলি বন্ধ ছিলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই নতুন নিয়োগ ও বদলি শুরু হবে। অনেকের পদোন্নতি হবে। এতে করে প্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরন হবে। আশা করি অচিরেই এই সমস্যাগুলো সমাধান হবে।