ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে সচেতনতা
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM, Update: 07.10.2021 1:13:30 AM
চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে সচেতনতামোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
ঢাকা-চট্টগ্রাম জাতীয় রেলপথের কুমিল্লার আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় গতকাল বুধবার বিকেলে রেলওয়ে পুলিশ কুমিল্লার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রেলওয়ে পুলিশ,রেলওয়ে নিরাপত্তা বাহিনী,স্থানীয় জনপ্রতিনিধিছাড়াও এলাকাবাসী অংশগ্রহন করেন। রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের পরিমান বেড়ে যাওয়ায় সারাদেশের ন্যায় দেশের ব্যস্ততম জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এঅবস্থায় কুমিল্লা জিআরপি পুলিশের উদ্যোগে ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বুধবার বিকেল ৪ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বদরপুর রেলওয়ে লেবেল ক্রসিং সংলগ্নস্থানে এক বিট পুলিশং সভার আয়োজন করা হয়। ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ সুন্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাকসাম জংশন রেলওয়ের জিআরপি পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন মেম্বার। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জিআরপি পুলিশের আইসি মোঃ ইসমাইল হোসেন সিরাজি, নিরাপত্তা বাহিনীর এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ৭,৮ ও ৯ সংরক্ষিত আসনের মেম্বার মোসাম্মৎ পারভিন আক্তার,৮ নং ওয়ার্ডের মোঃ আসলাম খান মেম্বার,বদরপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আলিম। পবিত্র কোরআন তেলওয়াত করেন জিআরপি পুলিশ সদস্য মোঃ হাসান। সভায় স্থানীয় লোকজনছাড়াও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিল।