ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২
মাসুদ আলম
Published : Wednesday, 6 October, 2021 at 11:07 AM, Update: 06.10.2021 11:13:10 AM
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২কুমিল্লায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যাওয়া কন্টেইনার বোঝাই লরির নিচে চাপা পড়ে ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও এক পথচারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ও বাটপাড়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর গ্রামের জামিল হোসেন ( ৩২) এবং একই উপজেলার বাটপাড়া গ্ৰামের মােজাম্মেল হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সুয়াগাজী ও ভাটপাড়া সড়কের মাথায় ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী কন্টেইনার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে রাস্তার মাথায় এসে উল্টে যায়। তখন অটো নিয়ে দাঁড়িয়ে থাকে এবং এক পথচারী কন্টেনারের নিচে চাপা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আনিসুর রহমান বলেন, কন্টেনার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমের ঘোরে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া লরিতে থাকা কনটেইনারে নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে লরি চালক পলাতক রয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।