চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়তে চান শামীম
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM
দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.আহসান রশীদ শামীম। তিনি ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ইউপি নির্বাচনকে সামনে রেখে শামীম এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। স্থানীয় নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা গেছে, বড়শালঘর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.আহসান রশীদ শামীম ইতোমধ্যে এলাকার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, পথসভা, আলোচনা সভা করেছেন। নৌকার পক্ষে জনমত ও ভোট চাইছেন। তৃনমূল নেতা-কর্মীদের সাথেও রয়েছে তাঁর ভালো সম্পর্ক। এলাকার চেয়ারম্যান পদে নির্লোভ ও সাংগঠনিক লোকের খুবই অভাব। আমরা মনে করি, শামীম ভাই এ পদের জন্য একজন যোগ্য প্রার্থী।
ইউপি সদস্য মো.ইব্রাহীম এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.জসিম উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে দলের জন্য ত্যাগী নেতাদের যেন মূল্যায়ন করা হয়। শামীম এমন একজন ত্যাগী নেতা যিনি দলের জন্য বিএনপি জামায়তের সময় বিভিন্ন নির্যাতন হামলার শিকার হয়েছেন। জামায়াত শিবিরের হরতাল বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.মনসুর বলেন, করোনাকালীন সময়ে বিভিন্ন খাদ্য সহায়তা দিয়ে মানুষের বিপদ আপদে পাশে ছিলেন তিনি। আমরা তৃনমূল নেতা-কর্মীরা একজন পরিচ্ছন্ন ও পরিশ্রমী চেয়ারম্যান চাই যিনি সব সময়ই আমাদের পাশে থাকবেন।
চেয়ারম্যান প্রার্থী আহসান রশীদ শামীম বলেন, আমি চেয়ারম্যান বলতে বুঝি, মানুষের জন্য কাজ করা, বিপদ আপদে ছুটে যাওয়া। আমি তারুণ্যকে কাজে লাগিয়ে মানুষকে সেবা দিতে চাই। একবার সুযোগ পেলে বাসযোগ্য মডেল বড়শালঘর ইউনিয়ন পরিষদ গড়ে তুলব। আমি বিশ^াস করি, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন।