কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
কুমিল্লায় বিশ^ বসতি দিবস উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১১টায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগামের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবেশ বান্ধব নগর গড়ি,কার্বন নিঃসরণ সীমিত করি’।
র্যালিতে নেতৃত্ব প্রধান করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম। র্যালিটি নগর ভবন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়। পরবর্তীতে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগামের কুমিল্লা এরিয়া ম্যানেজার ওয়াশিম আকরাম, ব্র্যাক কুমিল্লা জেলা সমন্বয়কারী জিয়া উদ্দিন আহমেদ, আরবান ডেভেলপমেন্ট প্রোগামের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রেজাউল করিম হাসান, ব্র্যাক সমাজিক ক্ষমতায়ন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মাসুদ রানাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও সিডিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।