সকল জল্পনা কল্পনা শেষে কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে শাহ পরান সওদাগর কে সভাপতি এবং আরিফুল ইসলাম রাব্বি’কে সাধারণ সম্পাদক ও আবদুল্লাহ আল শাহিন’কে সাংগঠনিক সম্পাদক করা হয়।গত মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই উপলক্ষে উপজেলার সর্বত্র মিষ্টি বিতরণ ও আনন্দ বিরাজ করছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ছাত্রলীগের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে সদর দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক কমিটি ছিলো। নতুন উপজেলা গঠনের চার বছর পর ছাত্রলীগের কমিটি নব উদ্যমে কাজ করে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির স্বপ্নের লালমাই উপজেলা বিনির্মাণ করবে এমন প্রত্যাশা রাজনৈতিক বোদ্ধাদের।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জাহিদুল হক, রায়হান সারোয়ার, মনির হোসেন, রায়হান উদ্দিন, আশিকুল ইসলাম, ফাহিম মাহমুদ, রায়হান পাটোয়ারী, ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ, শাহাদাত হোসেন, মাইনুল হাসান, শরীফ বাঙ্গালি, তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, শিমুল বড়ুয়া, আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক আজগর আলী আরজু, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল খিদরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রুবেল হোসেন, শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক মামুন মজুমদার, ধর্ম ও পরিকল্পনা সম্পাদক শাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহান আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রনি, পাঠাগার সম্পাদক আদিল সাফায়েত আদনান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তুষার, ছাত্রী বিষয়ক সম্পাদক জয়নব বিবি নুপুর, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক কবিতা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নাইম হোসেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোনায়েদ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জোনায়ের হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাবেদ শিকদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দেব প্রিয় সিংহ সহ ১০ জনকে সহ-সম্পাদক ও বাকিদের সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।