ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রদীপ মজুমদার
Published : Wednesday, 6 October, 2021 at 11:27 AM
লালমাইয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত  কুমিল্লার লালমাইয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)১ম সংশোধনী ' শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে স্যানিটেশন, পরিবেশ,জন্মনিবন্ধন,মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতক,বাল্যবিবাহ ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্হানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান,
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তাজমিন আলম তুলি, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা: রওনক জাহান, কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার নুরুল হক, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার,হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, বেলঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান মনু, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, সিনিয়র সাংবাদিক আবুল কাশেম, ইমাম, মন্দিরের পুরোহিত সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব মোহাম্মদ শওকত ওসমান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গর্ভবতী মায়ের পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ভাতা চালু হয়েছে, কারণ সুস্থ মা জাতি গঠনে ভূমিকা রাখবে। তিনি স্যানিটেশন, বাল্য বিবাহের কুফল, জন্ম নিবন্ধন জন্মগত অধিকার সহ করোনা কালীন স্বাস্থ্য সেবা নিয়ে বিশদ আলোচনা করেন।