দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM
গতকাল ৩ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৬৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক মোঃ শাহজাহান।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্য বার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিসিএস কর্মকর্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখবেন বলে তিনি আশা করেন। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরো বলেন, শিক্ষকগণ প্রকৃত মানুষ গড়ার কারিগর।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন বার্ডের পরিচালক আবদুল্লাহ আল মামুন। তিনি কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। এ কোর্সের সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বার্ড উপ-পরিচালক মোঃ আবু তালেব ও সহকারী পরিচালক মোঃ সালেহ আহমেদ। এছাড়া কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বার্ডের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০জন কর্মকর্তা।