হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে জরিমানা আদায় হচ্ছে ইউ ক্যাশের মাধ্যমে
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে জরিমানা আদায় হচ্ছে ইউ ক্যাশের মাধ্যমে। গত ২০ সেপ্টেম্বর থেকে মোটরযান আইন ভঙ্গের জন্য সকল জরিমানা অনলাইনে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে মোটরযান চালকেরা দ্রুত জরিমানার টাকা পরিশোধ করতে পারছেন।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ গত ২২ মে কুমিল্লা রিজিয়নে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি উক্ত রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ইতিমধ্যে সকল মহলে প্রসংশিত হয়েছেন। কুমিল্লা রিজিয়নে যোগদানের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৩৪ কিলোমিটার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতিশীল পুলিশিং সেবা প্রদান করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার ফলে যানবাহন মালিক ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।