ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রখ্যাত আলেমেদ্বীন আবদুল বারী জেহাদী ইন্তেকাল
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM
বিভিন্ন মহলের শোক প্রকাশ
কুমিল্লার লাকসাম উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমেদ্বীন, মুফাসসিরে কোরআন, আধ্যাত্নিক সাধক ও আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত আলহাজ্ব মাওলানা আবদুল বারী জেহাদী নক্শীবন্দী আল মোজাদ্দেদী (রহঃ) গত ৩  অক্টোবর রবিবার রাত ১২ টা ১২ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অংসখ্য ভক্ত- মুরীদ, নেতা- কর্মী ও আত্মীয়স্বজন রেখে যান। গতকালই  বেলা ২টা ৩০ মিনিটে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিন। জানাজায় ইমামতি করেন হুজুরের বড় সন্তান মাওলানা মোঃ এমদাদুল হক মোজাদ্দেদী। পরিচালনা করেন দ্বিতীয় সন্তান মুফতি মাওলানা মোঃ এহছানুল হক মোজাদ্দেদী। গ্রামের বাড়ী ইরুয়াইনে তাঁকে দাফন কাজ সম্পন্ন করা হয়।
তাঁর ইন্তেকালে বিভিন্ন দরবার, সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন এবং সুন্নিয়তের প্রচার-প্রসারে তাঁর বহুমুখী ত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।