ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
Published : Sunday, 3 October, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
গতকাল কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা হল রুমে শিক্ষার মানোন্নয়নে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, সকল কলেজ ও মাদরাসা প্রধানদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা ৮ বরুড়া আসনের সংসদ সদস্য মোঃ নাছিমুল আলম চৌধুরী নজরুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী, স্ট্যান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক  মোঃ তোফাজ্জল আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মোঃ বকতার হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ শিবতোষ নাথ, স্বপন চন্দ্র ভৌমিক মোঃ আবদুল কাদের, মাওলানা আবুল কাশেম মোঃ শাহআলম মুফতি আলী আকবর ফারুকী মোঃ এমদাদুল হক, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সংসদ সদস্য উদ্যোগ নিয়ে শিক্ষার মানোন্নয়নে এ আয়োজন করেন। লেখা পড়ার মান বৃদ্ধি করার লক্ষে বিভিন্ন কলাকৌশল নিয়ে কথা বলেন। যে সকল শিক্ষার্থী উপস্থিত হয়েছে তাদেরকে ভালো ভাবে নার্সিং করার পরামর্শ দেন। বিকেল বেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে নিয়ে একই হলে মতবিনিময় সভা করেন।