ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা হবে--ড.মোশাররফ
Published : Sunday, 3 October, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ
'দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণআন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা হবে' বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি, তাদের অধীনে আর কোন নির্বাচন নয়। এখন আমাদের একটাই দাবি- এই ফ্যাসিস্ট সরকারকে গণআন্দোলনের মাধ্যমে বিদায় ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা।
গতকাল শনিবার কুমিল্লার তিতাস উপজেলার 'তিতাস ভবনে' ৯টি ইউনিয়ন বিএনপির নবগঠিত কাউন্সিলরদের সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এর আগে সকালে দাউদকান্দির বাসভবনে উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক শরীফ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা ড.মোশাররফকে ফুুলেল শুভেচ্ছা জানান।
তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো.সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। এই সময় বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো.ওসমান গনি ভূইয়া, সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,মো. আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা এবং কাজী কবির হোসেন সেন্টু , সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার ও মেহেদী হাসান সেলিম, মো.হেলাল ভূইয়া, মহিলা দলের সভাপতি রুবি আক্তার, যুব দলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু ভূইয়া, শ্রমিক দলের সভাপতি আদিলুর রহমান আদিল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, ছাত্র দলের সভাপতি মাঈনুদ্দিন খসরু প্রমুখ। এছাড়াও দাউদকান্দি, মেঘনা ও হোমনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।