চান্দিনায় আ'লা হযরত এর মৃত্যুবার্ষিকী পালিত
Published : Sunday, 3 October, 2021 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক।
কুমিল্লার চান্দিনায় আলা হযরত এর ১০৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কনফারেন্স সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ রেজভীয়া তা'লিমুস সুন্নাহ্ বোর্ড ফাউন্ডেশন চান্দিনা উপজেলা শাখার ব্যবস্থাপনায় উপজেলার ছায়কোট মাদরাসা-এ নূরীয়া মিলনায়তনে ওই কনফারেন্স অনুুষ্ঠিত হয়।
চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইমামে আহলে স্ন্নুাত, সহস্রাধিক কিতাবের লেখক আ'লা হযরত ইমাম আহমদ রেজা ফাজেলে বেরেলভী রাদ্বিয়াল্লাহু তায়া’লা আনহুর ১০৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠেয় ওই কনফারেন্সে সভাপতিত্ব করেন মাদরাসার নির্বাহী পরিচালক মুফতি কাজী ছিদ্দিকুর রহমান রেজভী।
এসময় বক্তব্য রাখেন আলহাজ্ব মাও এম এ মুবিন আনোয়ারী রেজভী, মুফতি বদিউল আলম সুন্নী আল ক্বাদেরী, মাও আবু জাফর রেজভী, হাজী মুহাম্মদ মনু মিঞা, মুহাম্মদ আব্দুল হক, সাংবাদিক মুহাম্মদ সাদেক হোসেন, মাও কাজী আব্দুর রশিদ, গাজী মুফতি গোলামে আকবর রেজভী,মুফতি আহমাদ রেজা সোহাগ, মাদ্রাসার সদস্য সচিব সালাহউদ্দিন রেজভী, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মাও মুহাম্মদ আব্দুল হাকিম রেজভী আন নাজিরী,মাও দেলোয়ার হোসেন, মাও আব্দুল ক্বাদের, মৌলভী মুহাম্মদ আহসান উল্লাহ,আব্দুল হালিম রনি, মাও মুহাম্মদ শাহআলম, হাফেজ মুহাম্মদ জুনাইদ, ক্বারী মুহাম্মদ মিনহাজুল ইসলাম,হাফেজ মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অর্থ সচিব মাও মুহাম্মদ হুমায়ুন কবির রেজভী।
পরিশেষে মিলাদ ক্বিয়াম এবং দেশ-জাতি মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি, কল্যাণ ও করোনা মহামারি থেকে মুক্তির লক্ষে বিশেষ মুনাজাত করা হয়।