ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Published : Sunday, 29 August, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কুমিল্লার বুড়িচং উপজেলার উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে
বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে গতকাল ২৮ আগস্ট সুবিধাভোগীদের মাঝে ২০ টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। সভাপতিত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিন।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার্ মো. রবিউল আলম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খাঁন। পরিচালনায় করেন সহকারি মৎস্য কর্মকর্তা মো. নাজমূল হক। এসময় ভারেল্লা (উ.) ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী আলিফ রায়হান হামিদ, যুবলীগ নেতা ডা. লিল মিয়া সরকার, আজমীর হোসেন, ইউনিয়ন মৎস্য লীগ ও উপজেলা আওয়ামীলীগ নেতা আ: কুদ্দুছসহ সুবিধাভোগী জেলেরা উপস্থিত ছিলেন। এছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে  সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও গতকাল অনুষ্ঠিত হয়। এসময় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিত আবদুল মোমেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন, প্রচার সম্পাদক এনামূল হক মাসুদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে,জাতীয় মৎস্য সপ্তাহ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে
উপজেলা বিভিন্ন পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণসহ অন্যান্য কার্যক্রম সপ্তাহ ব্যাপী চলমান থাকবে।