ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে ধরল র্যাব
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র?্যাব।
গ্রেপ্তার দুজন হলেন- আব্দুস সামাদ ও আবু সাঈদ। তাদের মধ্যে আব্দুস সামাদ গোয়েন্দা পুলিশের কনস্টেবল।
রমনা
থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার বিকালে বেইলি রোডের সরকারি সুপিরিয়র
কোয়ার্টারের সামনের রাস্তা থেকে ওই দুজনকে র্যাব গ্রেপ্তার করে।
“তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৫টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়ে মঙ্গলবার একটি মামলা করেছে র?্যাব।”
তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি।