ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কক্সবাজারে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব ১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, সোমবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ অভিযান চালান তারা।
আটক মো. গুরা মিয়া (৪৫) ওই শিবিরের প্রধান প্রতিনিধি; রোহিঙ্গারা যাবে ‘মাঝি’ বলেন। গুরা মিয়া ওই শিবিরের জি-৩১ নম্বর ব্লকের নূর আহম্মদের ছেলে।
উইং কমান্ডার বলেন, মাদকের বড় একটি চালান লেনদেন হবে বলে খবর পেয়ে তারা অভিযান চালান। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তিন-চারজন পালিয়ে যায়। তবে গুরা মিয়াকে তারা ধরে ফেলেন।
“তার হেফাজতে তিনটি প্লাস্টিকের বস্তা ও একটি ব্যাগ ছিল। সেখানে পাওয়া গেছে ৫ লাখ ৪৬ হাজার ৬৮০টি ইয়াবা; যা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করা চালানের মধ্যে সবচেয়ে বড়।”
তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।