Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM,  Update: 01.06.2021 12:59:25 AM
				
				
			 
			                                                        
মাসুদ
 আলম।।কুমিল্লায় গত এক সপ্তাহের তুলনায় আবারও করোনাভাইরাসে শনাক্তের হার 
বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত 
হয়েছে। তার মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৮ জন। মাঝে গত ২০ মে 
থেকে করোনা সংক্রমণের হার ও সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সেটি আবারও 
বাড়তে শুরু করেছে। সীমান্ত জেলা হিসেবে কুমিল্লায় সপ্তাহের ব্যবধানে একদিনে
 ৩৩ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
কুমিল্লা
 সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, গত ২৪ ঘন্টায় ২৮৮ প্রাপ্ত রিপোর্টের 
মধ্যে নতুন করে ৩৩ জনের করানা শনাক্ত হয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা 
গেছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। তিনি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা 
যান। 
আরও জানা যায়, নতুন করে ৩৩ জনসহ জেলায় এর্পন্ত ১২ হাজার ৭৯৩ জন 
করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্য সুস্থ হয়েছেন ১০ হাজার ৫০৩জন। এছাড়া 
একদিনে আরও এক মৃত্যুসহ জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 
৪৩৪ জন।