Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM,  Update: 01.06.2021 12:59:20 AM
				
				
			 
			                                                        
তানভীর সাবিক, কুবি।।
সশরীরে
 একাডেমিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 
(কুবি) কর্তৃপক্ষ। সোমবার (৩১ মে) বিকেল ৩ টায় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে পরীক্ষা নেয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত 
দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এসময় তিনি বলেন, শিক্ষা
 মন্ত্রণালয়ের সভায় আমি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছি। শিক্ষামন্ত্রীও 
সম্মতি জানিয়েছেন। খুব দ্রুতই আমরা একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকবো। ডেকে 
পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একাডেমিক 
কাউন্সিলের মিটিং অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে।
প্রসঙ্গত, এর আগে 
সারাদেশের ন্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সশরীরে 
পরীক্ষা নেয়ার দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন শুরু করেন। পরে দাবি আদায় না 
হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কলাপ্সিবলে তালা ঝুলিয়ে বিক্ষোভ 
কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।