
বিনোদন প্রতিবেদক ||
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২ এপ্রিল)। বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
২০২১-২০২২ সালের মেয়াদের নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১ জন। সভাপতি পদে লড়ছেন তিনজন, মহাসচিব পদেও লড়ছেন তিনজন। এছাড়া ৯টি সম্পাদকীয় পদে ও ১০টি কার্যনির্বাহী সদস্য পদে লড়াই করছেন প্রার্থীরা।
দেশের চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১-২২ মেয়াদের নির্বাচনের ভোট চলছে।
শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। তবে শুরুতে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। করোনা পরিস্থিতির প্রভাবেই এবারের নির্বাচনে উৎসবের আমেজ নেই বলে জানালেন সিনিয়র পরিচালক ও সমিতির বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন। তবে তিনি মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে৷
এবার নির্বাচনে সভাপতি পদের জন্য লড়ছেন কাজী হায়াৎ, শাহ আলম কিরণ ও সোহানুর রহমান সোহান। মহাসচিব পদে প্রার্থী হয়েছেন এস এ হক অলিক, শাহীন সুমন ও সাফি উদ্দিন সাফি।
এবারের নির্বাচনে পরিচালক সমিতি নির্বাচনে কমিশনারের প্রধানের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে আছেন আর স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।