ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে নাইট শর্টপিছ মোবাইল কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Published : Sunday, 28 March, 2021 at 8:17 PM
চৌদ্দগ্রামে নাইট শর্টপিছ মোবাইল কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিতকুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদীঘি ইউনিয়নের বরদৈন মোটেরতল বাজার ফ্রেন্ডস্ সার্কেল কর্তৃক নাইট শর্টপিছ মোবাইল কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাককরা ক্রিকেট একাদশ বরদৈন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। এ উপলক্ষে শনিবার রাতে বরদৈন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুর রহমান চৌধুরী মিয়াধন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিবুল আলম মজুমদার কানন। ছাত্রলীগ নেতা এমদাদ রবিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আবদুল খালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী ডিউক, ইউপি মেম্বার আবদুল আহাদ মজুমদার শিল্পী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, সদস্য কাজী আবদুস সালাম, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাফর আহম্মেদ পাটোয়ারী, সদস্য মাহবুবুল আলম চৌধুরী বিপ্লব, ৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।