ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পোল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ
Published : Sunday, 28 March, 2021 at 8:20 PM
পোল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশবঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট বাংলাদেশ। সেটা কোর্টেও প্রমাণ করলো স্বাগতিকরা। আরদুজ্জামান-তুহিনরা তাদের শুরুটা করেছে আশাজাগানিয়া। আজ (রবিবার) প্রথম ম্যাচে পোল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ দল। তিনটি লোনাসহ জিতেছে ৪০-২২ পয়েন্টে।

জাতীয় ভলিবল স্টেডিয়ামের ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে ছিল ২০-১১ পয়েন্টে।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পোল্যান্ড দলকে কিছুটা হালকাভাবে নেওয়া হয়েছিল। তা না হলে জয়ের ব্যবধান আরও বেশি হতো। তবে আমরা ম্যাচ জিতেছি। সন্তুষ্ট বলতে পারেন। সামনের ম্যাচও আমরা জিততে চাই।’

আগামীকাল (সোমবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।

এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৫ দল। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।