ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে র‍্যালি, ২ দিনব্যাপী মেলা ও আলোচনা সভা সম্পন্ন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে
Published : Sunday, 28 March, 2021 at 8:13 PM
শাহরাস্তিতে র‍্যালি, ২ দিনব্যাপী মেলা ও আলোচনা সভা সম্পন্ন“ বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ”
জাতিসংঘের সুপারিশে সল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল দেশে চুড়ান্তভাবে উন্নীত হওয়ার গৌরবে ২৭ ও ২৮ মার্চ ২০২১,  দেশব্যাপী আনন্দ আয়োজনের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। ২৭ মার্চ শনিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দুই দিনব্যাপী মেলার ফিতা কেটে  শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  শাহরাস্তি উপজেলা মাঠে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল, মেলায় ৩০ টি স্টল দিয়ে অংশগ্রহণ করেন। ২৮ মার্চ রোববার বিকেলে সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টলে পুরস্কার বিতরণী ও বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী শিরীন আক্তার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা, থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি  কাজী হুমায়ুন কবির,  সহ-সভাপতি মোঃ জাকির হোসাইন খান,  হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।