রোববার ৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
জমকালো আয়োজনে এলিট প্যালেস হোটেলের ২য় বর্ষপূর্তি উদযাপন
সজীব হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১:০৯ পিএম আপডেট: ২৭.০৪.২০২৪ ১১:৪৪ এএম |

জমকালো আয়োজনে এলিট প্যালেস হোটেলের ২য় বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কুমিল্লায় এলিট প্যালেস হোটেলের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এলিট প্যালেসের ২য় ফ্লোরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মধ্য দিয়ে এলিট প্যালেসের ২য় বর্ষপুর্তি অনুষ্ঠানে শুভ সুচনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের, ভাইস চেয়ারম্যান সামিনা, জিএম খোরশেদ আলম,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী  ইমরুল হাসান, প্রাইম ব্যাংকের ম্যানেজার মাহাবুব মোরশেদ,  গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মুজিবুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 শুরুতেই বক্তব্য রাখেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে  আগত অতিথিরা এ্যালিট প্যালেস হোটেলকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে বক্তব্যের উত্তরে হোটেলের জিএম খোরশেদ আলম তাদের বক্তব্যে সহমত পোষন করে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন সর্বস্তরের জনগনের কথা মাথায় রেখে বিভিন্ন প্যাকেজ এর ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আগামীতে দেশের একটি ভালো আন্তর্জাতিক মানের হোটেল হিসেবে এলিট প্যালেস পরিচিতি লাভ করবেন বলে জানান তিনি।

পরে কুমিল্লার সমীকরন ব্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আগত অতিথিদের মাঝে রেফেলড্র  ও  পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।












সর্বশেষ সংবাদ
‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’
সাংবাদিক জাহিদ হাসানের বাবার ইন্তেকাল
‘হানি ট্র্যাপিং’ করে প্রায় ৩০ লাখ টাকা আদায়
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
‘৬৩ বছরের ইতিহাসে দেশে সর্বোচ্চ লবণ উৎপাদন’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফিক শিকদার আওয়ামী লীগের জন্য কিছুই করেননি
হানি ট্র্যাপিং করে প্রায় ৩০ লাখ টাকা চাঁদা আদায়, ৭ প্রতারক গ্রেপ্তার
লালমাইয়ে প্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
অন্তঃসত্বা গৃহবধূকে জবাই করে হত্যাকারী পাষ- স্বামী আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft