হোমনায় জাতীয় কন্যাশিশু দিবস পালন
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে একটি র্যালি, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) রুমন দের সভাপতিত্বে “আমরা কন্যা শিশু, প্রযু্িক্ততে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চলানায় মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-০১) মো. মহসীন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম প্রমুখ।