বাইউস্টের দশম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর দশম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বাইউস্ট একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর নিজাম উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য বিইউএফটি; প্রফেসর ড. মো. কামরুল হাসান, বুয়েট; প্রফেসর ড. মো. আমানউল্লাহ, এইউএসটি; প্রফেসর মো. মফিজুর রহমান, বুয়েট; প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন, চুয়েট; বাইউস্ট ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.); রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া (অব.) এবং অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।