মুরাদনগরে জাতীয় কন্যা শিশু দিবসের মানববন্ধন
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এ স্লোগানকে ধারন করে ও ‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় কন্যা শিশু দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। এ ছাড়াও মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীসহ আরো অনেকে অংশ নেয়।