ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় মেয়র পদে জয়ী আ.লীগের শওকত ভূইয়া
Published : Saturday, 16 January, 2021 at 7:59 PM
চান্দিনায় মেয়র পদে জয়ী আ.লীগের শওকত ভূইয়ারণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূইয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন ওই ফলাফল ঘোষণা করেন।
এতে নৌকা প্রতীকে শওকত হোসেন ভূইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে ৩ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ্ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৯৫, এলডিপি মনোনীত প্রার্থী জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে ১৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ৯৪৪ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএম ডিভাইসে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চান্দিনা পৌরসভার ৩১ হাজার ৮৪৮ ভোটের মধ্যে ৫১.৭৯ শতাংশ হারে ১৬ হাজার ৪৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে, সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ড আকতার আহমেদ নাদিম, ২নং ওয়ার্ডে আবু কাউসার, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আব্দুস ছালাম, ৮নং ওয়ার্ডে আব্দুর রব, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা আক্তার, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার, ৩নং ওয়ার্ডে শাহানাজ পারভীন বিজয়ী হন।