দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সোমবার উপজেলার রায়পুর এবং সাতপাড়ায় এলাকায় আড়াই কিঃমিঃ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার
৪টি সোর্স লাইন কর্তনের ফলে ৯০ টি পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে
বলে জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম
(ভিজিল্যান্স) প্রকৌশলী সগীর আহমেদ।
তিনি আরও জানান, এই অবৈধ সংযোগের সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এসময়
ডিজিএম (সেফ্টি এন্ড সিকিউরিটি) বাকী বিল্লাহ এবং গৌরীপুরস্থ গ্যাস অফিসের
ম্যানেজার (সেলস) জিয়াউল হক চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।