শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
২৯ ভাদ্র ১৪৩১
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মাসুদ পারভেজ
বশিরুল ইসলাম:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৪ এএম |


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক (চ:দা:) পদে নিয়োগ পেয়েছেন ডা: মো: মাসুদ পারভেজ । ইতোপূর্বে  তিনি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (পার-১) পদে দায়িত্ব পালন করেছেন। একই সাথে কুমেক হাসপাতালের পরিচালক (চ:দা:) ডা: সেখ ফজলে রাব্বিকে বদলীপূর্বক পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) (চ:দা:) পদে । গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সচিব মো: আবু রায়হান দোলন স্বাক্ষরিত  প্রজ্ঞাপনের মাধ্যমে  বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে আরো জানান যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখা এবং বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে একই দিনে ৭জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাগণকে নতুন কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়। বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে যারা বদলি হয়েছেন তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক পদ থেকে বদলি হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক পদে বদলিপূর্বক পদায়ন হয়েছেন ডা: মো: মাসুদ পারভেজ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডা: সেখ ফজলে রাব্বি বদলিপূর্বক পদায়ন হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) (চ:দা:) পদে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক থেকেডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বদলিপূর্বক পদায়ন হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (চ:দা:) দায়িত্বে। ডা: মো: হারুনঅর রশীদ  স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)  থেকে বদলিপূর্বক পদায়ন হয়েছেন রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক পদে। ডা: অং সুই প্রু মারমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাপলের উপ-পরিচালক থেকে বদলীপূর্বক পদায়ন হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (চ:দা:) পদে। ডা: ফারুক হোসেন সিবিএইচসি প্রোগ্রাম ম্যানেজার পদ থেকে বদলিপূর্বক পদায়ন হয়েছেন সাস্থ্য অধিদপ্তরে ওএসডি সংযুক্ত ময়মনসিংহ আইএইচটিতে। ডা: মাহবুব আরেফীন রেজানুর স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি থেকে বদলীপূর্বক পদায়ন হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি সংযুক্ত আইএইচটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এ আদেশ জনস্বার্থে জারিকৃত এবং অবিলম্বের কার্যকর হবে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলরসরকার মাহমুদ জাবেদকে বরখাস্ত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
বার্ড-এ স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে বরখাস্ত
কুমিল্লায় সেনানিবাস এলাকায় অস্ত্রবাজি।। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা
ফেনী, কুমিল্লাসহ চট্টগ্রাম অঞ্চলে ৩ দিনের মধ্যে বন্যার শঙ্কা
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১
১৯ বছর শেষে লাকসাম থেকে বিদায় নিলো ওয়ার্ল্ড ভিশন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২