কুমিল্লায়
দেড়শ কেজি গাজাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ এর
সদস্যরা। গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিন ও রাতে অভিযান চালিয়ে তাদেরকে
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ক্যান্টমেন্ট ও বুড়িচং উপজেলার নিমসার এলাকা
থেকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
গতকাল মঙ্গলবার কুমিল্লা কোতয়ালী মডেল থানার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ২জন
মাদক ব্যবসায়ী ও ১টি পিকআপ জব্দ করে পিকআপের পিছনে মালামাল পরিবহনের
ক্যারেটে লুকিয়ে রাখা ৮৯ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব সদস্যরা। এছাড়া
আরেকটি অভিযানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিমসার বাজার থেকে ৫৮ কেজি
গাঁজাসহ আরো একজন গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর
উপজেলার চন্ডীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র জুয়েল রানা (৩১), একই
থানার উত্তর বাসুদেবপুর গ্রামের মো: খোকন মিয়ার পুত্র মো: আকাশ (৩২) ও
কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার দড়িবটগ্রামের মৃত ওসমান আলীর পুত্র
আবদুল মোতালেব (৫৩)। আইনশৃংখলা বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন সময় বিভিন্ন
অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করতো।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে
র্যাব-১১ এর সদস্যরা জানতে পেরেছে, দীর্ঘদিন থেকে আটককৃত আসামীরা
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে কুমিল্লা
জেলার বিভিন্ন উপজেলা এবং দিনাজপুরসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও
মাদকসেবীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। র্যাব আরো জানায়
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা
র্যাব-১১এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান
জানান, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন,
অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে
যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব
ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী
সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে
র্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এ অভিযান অব্যাহত
থাকবে।