নিজস্ব
প্রতিবেদক: বাংলা গানের যুবরাজ খ্যাত দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী
কুমিল্লার কৃতী সন্তান আসিফ আকবর কুমিল্লার কাগজ কার্যালয় পরিদর্শন করেছেন।
সোমবার রাতে কুমিল্লার জনপ্রিয় ও পাঠকনন্দিত দৈনিক কুমিল্লার কাগজ অফিসে
আসেন তিনি। এসময় আসিফ আকবর কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ
পত্রিকার সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং
কুমিল্লার কাগজের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সম্পাদক আবুল কাশেম হৃদয়ের
সাহসি ভূমিকার প্রসংশা করেন।
আসিফ আকবর বলেন, কুমিল্লার কাগজ সবসময়
কুমিল্লার মানুষের মুখপত্র হিসেবে কাজ করেছে। পত্রিকার বস্তুনিষ্ঠ ও সাহসি
সংবাদ মানুষের প্রশংসা কুড়িয়েছে। আশা রাখছি কুমিল্লার কাগজের সততা ও
বস্তুনিষ্ঠতা অব্যাহত থাকবে।