ইসমাইল
নয়ন।। কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে গোপালনগর গ্রামে
ফাতেমা আক্তার নামে এক গৃহবধ বিষ পান করে আত্মহত্যা করেছেন।
ব্রাহ্মণপাড়া
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের
ইছামন্দির বাড়ির আনিসুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তার( ৪০) দীর্ঘদিন যাবত
পারিবারিক কলহের জের ধরে তার ছেলের সাথে অভিমান করে গতকাল ১সেপ্টেম্বর
দুপুরে নিজ বাড়িতে সকলের অগোচরে কেরির( বিষ) ট্যাবলেট পান করে। কেরির
(বিষ) ট্যাবলেট খেয়ে বমি করতে লাগলে পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে দ্রত
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক
প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করে। কুমেক হাসপাতালে নেওয়ার পথে ফাতেমা মৃত্যুবরণ করে।
পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই রবিউল হাসান শোরতহাল রিপোর্ট তৈরি
করে ময়না তদন্তের জন্য ফাতেমার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করে। বর্তমানে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেন
স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম মিয়া।
এ
ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ ঘটনার সততা স্বীকার করে
বলেন, কেরির( বিষ) ট্যাবলেট খেয়ে ফাতেমা আক্তার আত্মহত্যা করেছে। আমরা তার
লাশের শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ
করেছি।