নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার চৌদ্দগ্রামের বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জামায়াত ইসলামী।
শুক্রবার
সকাল থেকেই ইউনিয়নব্যাপী চৌদ্দগ্রামের সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয়
নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এর পক্ষ থেকে উপহার সামগ্রী দেয়া
হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা
জামায়াত আমীর এডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় শ্রমিকল্যাণ ফেডারেশনের
সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া,চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর
রহমান সহ সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত-শিবির নেতৃবৃন্দরা।
এদিকে
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের নির্দেশে
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়নের
জামায়াত-শিবির নেতাকর্মীরা এলাকার বন্যার্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে
যাওয়া, শুকনো খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করছে। দুর্যোগপূর্ণ এ সময়ে
জামায়াত-শিবির নেতাকর্মীদের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত। জামায়াত-শিবির
নেতাকর্মীরা আপনাদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে’। এ সময় বন্যা কবলিত
মানুষের কথা শুনে শান্তনা দিয়ে নেতৃবৃন্দরা ‘আল্লাহর সাহায্য কামনা করে
ধৈর্য ধরার আহবান জানান।। সময়ের মধ্যে বন্যার সমস্যা শেষ হয়ে যাবে বলে
আশাবাদ ব্যক্ত করেন।