নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর
গাড়িবহরে হামলার অভিযোগে সদর দক্ষিণ উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান
আবদুল হাই বাবলুসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে
মামলা দায়ের করা হয়েছে। কালিকাপুর এলাকার মৃত সিরাজুল হকের পুত্র মোঃ জাকির
হোসেন মানিক বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার
আসামিরা হলেন- সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলু,
জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক
সভাপতি ইমরান হোসেন, রায়পুরের মো: এমদাদ, কালিকাপুরের আবদুল খালেক, দড়িবট
গ্রামের জামাল মেম্বার, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান, রায়পুরের মোঃ
হোসেন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মাটিয়ারার কাজি এমদাদ, সবুজ মিয়াজি,
তোফায়েল মজুমদার, রহিম স্বর্ণকার, মোঃ জহির, কার্তিক চন্দ্র পাল, উলুর
চরেরর মোঃ হানিফ, ভাটপাড়ার জাফর মেম্বার, দড়িবট গ্রামের হাসমত উল্লাহ
চেয়ারম্যানের ছেলে জসিম উদ্দিন ও আবদুল মমিন লিটন, উলইনেয়র হানিফ মিয়ার,
তুলাতলীর আবদুল মতিন মোল্লা, বানিপুরের সাদেক মিয়া, লালনগরের বাচ্চু মিয়া,
সাওরাতলীর দেলোয়ার হোসেন, দড়িবট গ্রামের আবদুল গণি, কালিকাপুরের আবদুল
মোতালেব লিটন, মীর শরীফ, মীর বাবু, রামচন্দ্রপুরের ফিরোজ চৌধুরী,
কালিকাপুরের এরশাদ মজুম্দার, বাঞ্চানগরের নিজামুল হায়দার শিপন, কামাল
উদ্দিন ভূইয়াসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন।
সদর দক্ষিণ থানার ওসি আলমগীর ভূইয়া সাংবাদিকদেরকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।