বিএনপি
চেয়ারপারসনের বিশেষ সহকারি এডভোকেট শামসুুর রহমান শিমুল প্রধান অতিথির
বক্তৃতায় বলেন, পঞ্চাশ ষাট বছর পর আমরা কুমিল্লায় এইরকম বন্যার প্রাদুর্ভাব
দেখলাম। আমাদের প্রায় পাঁচ জেনারেশনের পরে এমন বন্যা। আপনাদের এই দুর্যোগ
ও দূরাবস্থা কিভাবে মোকাবেলা করছেন তা সরেজমিনে দেখার জন্য বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আমাদেরকে পাঠিয়েছেন এবং আপনাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাদের
নির্দেশেই বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি
বলেন, এই দেশের মানুষ, ছাত্র-জনতা মিলিত হয়ে গত ৫ আগস্ট দুঃশাসনের পতন
ঘটিয়েছে। দু:শাসন ও ফ্যাসিবাদের পতনের পর শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। আর
সেখান থেকে আমাদের দেশ মাতৃকে নষ্ট করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের
অকাল বন্যা দিয়ে কষ্ট দিতে চায়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশবাসীর
পাশে সরকারের সাথে সাথে মিলিতভাবে সকল শ্রেনী পেশার মানুষ সাহায্য নিয়ে
হাজির হয়েছে বন্যার্ত বিপদগ্রস্থ মানুষের পাশে। এটাই হচ্ছে আমাদের
বাংলাদেশের মানুষের সম্প্রীতি। ভারতবাসীর চাইতে বাংলাদেশের মানুষের দরদ
বেশি। আমাদেরকে কেউ পরাজিত করতে পারবেনা। এই দেশকে কেউ মাথা নত করতে পারবে
না।
গতকাল ২৮ আগষ্ট (বুধবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক
তারেক রহমানের নির্দেশনায় দক্ষিণ জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি এডভোকেট শামসুুর রহমান শিমুল
প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ
অতিথি ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি
আজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সাধারণ সম্পাদক মিয়া
মিজান, প্রচার সম্পাদক মঞ্জুর হোসেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম। কুমিল্লা
দঃ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক
সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম,
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু ও
জালাল হোসেন, ইউসুফ খান।