শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
৩০ ভাদ্র ১৪৩১
নাঙ্গলকোটে বন্যার্তদের মাঝে মনিরুল হক চৌধুরীর ত্রাণ বিতরণ
ইমরান হোসেন সোহান, নাঙ্গলকোট :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:৩৬ এএম |

  নাঙ্গলকোটে বন্যার্তদের মাঝে মনিরুল হক চৌধুরীর ত্রাণ বিতরণ
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস নিয়ে গত ১৭ বছর যাবৎ অনেক ষড়যন্ত্র হয়েছে, আপনারা আমার প্রতি আস্তা রাখুন, আমি কোন মন্ত্রীও না এমপিও না হাজার-হাজার জনতার সামনে ওয়াদা দিয়ে গেলাম আগামী ১সপ্তাহের মধ্যে আবার নাঙ্গলকোট ফায়ার সার্ভিস নিমার্ণ কার্যক্রম শুরু হবে।  যতদিন পর্যন্ত নাঙ্গলকোটের উপর দিয়ে হাইওয়ে রোড হবে না, ততদিন পর্যন্ত নাঙ্গলকোটে উন্নয়ন দেখবেন না। কুমিল্লা শহরের রাজগঞ্জ থেকে-নাঙ্গলকোট-নোয়াখালী কানেকটিং হাইওয়ে রোডের কাজ আগামী ৯০দিনের মধ্যে শুরু না করলে আমি-সহ আপনাদের সাথে রাস্তায় বসে যাবো। নাঙ্গলকোটের প্রায় ৯০শতাংশ মানুষই বিএনপি সমর্থক, তবুও নাঙ্গলকোটে আমরা একক নেতৃত্ব কায়েম করতে পারিনি।  বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে বিকেলে নাঙ্গলকোট উপজেলা সদরের বটতলায় আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ ভূঁইয়া।
বক্তব্যে মনিরুল হক চৌধুরী আরো বলেন, গত ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি লোটাস কামাল সাহেবকে বলেছি আপনি যত ষড়যন্ত্রই করেন আমি আপনার সাথে নির্বাচন করবোই, আমাকে ওইদিনই গ্রেপ্তার করা হয়। আমি বলে গেলাম দুঃসময়ে নাঙ্গলকোট বাসি আমার সাথে ছিল, আমার বাকি জীবন নাঙ্গলকোটবাসির জন্য উৎসর্গ করে দিলাম। আগামী দিনগুলোতে যদি ক্ষমতা আসতে চান তাহলে সকল ভূঁইয়ার রাজনীতি ভুলে গিয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করুন। আগামীতে আমাদের একটাই পরিচয় আমরা সবাই বিএনপির লোক। আগামী ৩১ আগষ্ট শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাঙ্গলকোটে বন্যায় কবলিত মানুষদের দেখতে আসবে।
নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আক্তার ফারুক, লালমাই উপজেলা আহবায়ক মাসুদুল করিম, নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা আহবায়ক আব্দুল বাতেন মেম্বার। পথ সভায় নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা, সদর দক্ষিণ এবং লালমাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শাহীন
চান্দিনায় হামলার শিকার আহত যুবকের মৃত্যু
মহাসড়কের তীব্র যানজট; দুর্ভোগ
তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পুলিশের নির্দেশনা
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লায় ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী একজন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২