ঢাকায়
আন্দোলনে গিয়ে কুমিল্লার ৯৬জন আনসার সদস্য সাময়িক বহিস্কার হয়েছে।
কুমিল্লা ক্যাম্প ত্যাগ করে ঢাকায় গিয়ে বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার
অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের
৯৬জনকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। গতকাল ২৭ আগষ্ট মঙ্গলবার রাতে বিষয়টি
নিশ্চিত করেছেন কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান
তিনি
বলেন, আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা
তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায়
সচিবালয় ঘেরাও করেছে। তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদেরকে
বহিষ্কারের জন্য সুপারিশ করেছি। সাময়িক বহিস্কার করা হয়েছে। অভিযুক্ত আনসার
সদস্যরা সকলে বাড়ীতে চলে গিয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা
নেওয়া হবে। তদন্তে যদি আরো কোন আনসার সদস্যের নাম আসে তাদেরকেও বহিস্কার
করা হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি সুশৃংখল বাহিনী।
এ বাহিনীর একটি আইন আছে। আইন অনুযায়ী কোন সংস্থা যখন আবেদন করে তখন আমাদের
সফটওয়্যার থেকে নাম বাছাই করে তাদেরকে নির্বাচিত করে থাকি। তাদেরকে আমরা ৩
বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে থাকি। তিন বছর চাকুরী শেষে তারা রেস্টে
যায়। সারাদেশে আমাদের এরকম প্রায় ৯৬হাজার আনসার সদস্য রয়েছে। তাদের মধ্যে
৫৬হাজার সদস্য মাঠে আছে বাকীরা রেস্টে আছে।