কুমিল্লায়
গোমতী ও ফেনী মুহুরী নদীর আকস্মিক বন্যায় গত ১৭ আগস্ট ২০২৪ হইতে কুমিল্লা
জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লাকসাম, চৌদ্দগ্রাম, মুরাদনগর, কুমিল্লা সদর
দক্ষিণ, নাঙ্গলকোট, পাশর্^বর্তী কসবা সহ বিভিন্ন স্থানে জনজীবনকে স্থবির
করে বন্যার পানিতে ভাসছে জনগন। বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন ছাত্র-জনতার
স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বানভাসী মানুষকে
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের জনগন। স্মরণকালের এ আকস্মিক বন্যায়
কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ গত কিছুদিন যাবৎ
সীমাহীন দুর্ভোগ নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
আকস্মিক এই বন্যায়
কুমিল্লার বিভিন্ন অঞ্চলে মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে ২০০৫ সালে
কুমিল্লায় বেসরকারি পর্যায়ের স্থাপিত প্রথম মেডিকেল কলেজ ইস্টার্ন মেডিকেল
কলেজ ও হাসপাতাল। কুমিল্লার বুড়িচং থানার কাবিলায় প্রতিষ্ঠার পর থেকে
স্বল্প খরচে তৎসংলগ্ন হাসপাতালের মাধ্যমে এতদঅঞ্চলে দেশি-বিদেশি
ছাত্র-ছাত্রীদের চিকিৎসা শিক্ষার পাশাপাশি জনগনকে চিকিৎসা সেবা প্রদান করে
বৃহত্তর কুমিল্লায় অনন্য অবদান রেখে চলেছে।
ইস্টার্ন মেডিকেল কলেজ
পরিবারের পক্ষ থেকে গত ২২ আগস্ট’২৪ হইতে প্রতি মেডিকেল টিমে মেডিসিন, শিশু,
সার্জারীসহ অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের মাধ্যমে দৈনিক ২/৩
টি মেডিকেল টিম বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমন্বয় করে বিনামূল্যে ঔষধসহ
চিকিৎসা সেবা এবং বিভিন্ন ধরনের শুকনো খাবার, পানি সহ ত্রাণ বিতরণ করে
আসছে। ইতিমধ্যেই ভরাষার উচ্চ বিদ্যালয়, বুড়িচং সরকারী আনন্দ পাইলট উচ্চ
বিদ্যালয়, বুড়িচং মডেল মসজিদ, মহিষমারা, ইছাপুরা, কসবা সদর, কুমিল্লা
শাসনগাছা মহিলা মহা বিদ্যালয়, নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের ল’ এলামনাই
এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান, চৌদ্দগ্রাম,
লাকসাম সহ বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা প্রদান করে চলেছে।
বানভাসী
মানুষের সেবায় নিয়োজিত ইস্টার্ন মেডিকেল কলেজ এর পক্ষ থেকে অধ্যক্ষ অধ্যাপক
ডাঃ রুহিনী কুমার দাস কে আহবায়ক, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল
ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও
চিকিৎসা কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়। বিভিন্ন পর্যায়ে ত্রাণ
কার্যক্রম সমন্বয় ও মেডিকেল টিম পরিচালনায় ডাঃ এ.কে.এম. আফজালুর রহমান,
আর.এস. ইএনটি বিভাগ, ডাঃ মোঃ মঈনুল ইসলাম, রেজিষ্ট্রার, ইএনটি বিভাগ, ডাঃ
অপূর্ব দাস, সহকারী রেজিষ্ট্রার, মেডিসিন বিভাগ, ডাঃ সবুজ সরকার, সহকারী
রেজিষ্ট্রার, শিশু বিভাগ, ইন্টার্ন ডাক্তার ডাঃ শুহাইব আহমেদ আশিক সহ
অন্যান্য ইন্টার্ন ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম যথারীতি প্রতিদিন বন্যা
কবলিত এলাকায় চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।