শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
৩০ ভাদ্র ১৪৩১
‘৮০ বছরেও এমন পানি দেখিনি’
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:৪০ এএম |

   ‘৮০ বছরেও এমন পানি দেখিনি’
চোখের সামনে সব তলিয়ে যাচ্ছে। দেখা ছাড়া আর কোন উপায় নাই। এমন পানি আমার জীবনে দেখি নাই। প্রতিদিনই যেন আঁধা হাত করে পানি বৃদ্ধি পাচ্ছে। একথা গুলো বলেন উপজেলার নাগাইশ (জলারপার) এলাকার ৮০ বছরের বৃদ্ধ আলফাজ উদ্দিন।
 নিজের বাড়িতে সবকিছু ফেলে পরিবার নিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস ও কিছু কাপড়চোপর নিয়ে নাগাইশ আশ্রয় কেন্দ্রে অবস্থান কালে তিনি এ কথা বলেন। শুধু আলফাজের এমনই মনের কথা যেন ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় সব কটি মানুষের।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ৫০ হাজার লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং লাখ লাখ লোক পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। উপজেলার ৮ ইউনিয়নের ৮৪ টি গ্রামের মধ্যে সব কয়টি গ্রামেই বন্যা কবলিত হয়ে মানুষ মানবতর দিন কাটাচ্ছে। ঘরবাড়ি রাস্তাঘাট সব পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাত, গোমতির বাঁধভাঙ্গা, সালদা নদীর বাঁধভাঙ্গা ও উজান থেকে পানি আসে লোকালয়ে প্রবেশ করায় এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এখনো পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। ফলে মানুষ সহায় সম্বল হারিয়ে উপজেলার সরকার ঘোষিত আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন উঁচু স্থান, দালানের ছাদের উপর অবস্থান করছে। এছাড়া অনেক মানুষ তাদের পরিবার ও ছেলেমেয়েদেরকে নিয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে ছুটে যাচ্ছেন।
সবথেকে বিপাকে পড়েছে যাদের গবাদি পশুর আছে সেগুলোকে নিয়ে। গবাদিপশু গুলো বাড়ি থেকে আনতেও পারছে না আবার ফেলে রাখতেও পারছেনা। 
হাজার হাজার পুকুরের মাছ ও মোরগীর থামার পানিতে বেসে যাচ্ছে। উপজেলার সর্বত্র পানি বাড়তে শুরু করেছে, মানুষের মাধ্যে আতংক বিরাজ করছে।
গ্রামের রাস্তার উপর প্রায় স্থানে ৪/৫ ফুট পানি। যাহার ফলশ্রুতিতে রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করছেনা। নৌকা বা কলার ভেলাই চলাচলের একমাত্র ভরসা।
বন্যা কবোলিত গ্রামগুলোর অসহায় মানুষ গুলোকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজ করছে।তাদের সাহায্যার্থে সহযোগীতার হাত বাড়ায় ফায়ার সার্ভিস,রেডক্রিসেন্ট,উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি,বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারা উদ্ধার তৎপরতাসহ শুকনো খাবার, খিচুড়ি, চিকিৎসা সামগ্রী,পানি বিশুদ্ধ করণ টেবলেট নিয়ে দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শুকনো খাবার,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ঔষধ বিতরণ করা হচ্ছে।ঝুকির মধ্যে থাকা সকল জনসাধারণকে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে (সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে) নিরাপদ আশ্রয় গ্রহণ করছে। এখনো আশ্রয় নিচ্ছে। এছাড়া কয়েকটি সেচ্ছা সেবী সংঘঠন বন্যা কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।















সর্বশেষ সংবাদ
দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শাহীন
চান্দিনায় হামলার শিকার আহত যুবকের মৃত্যু
মহাসড়কের তীব্র যানজট; দুর্ভোগ
তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পুলিশের নির্দেশনা
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লায় ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী একজন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২